Nirmala’s big announcement for Anganwadis and Asha workers
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্যের যেমন স্বাস্থ্যসাথী, তেমনি কেন্দ্রের আয়ুষ্মান ভারত। দীর্ঘদিন ধরেই এই দুই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্প আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলায়, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত আজও চালু হয়নি। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলেই দাবি গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের বাজেট ঘোষণায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা। যার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলেই আশা। উল্লেখ্য, ২০১৮ সালে ২৩ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ্মান ভারত নামটি তিনিই ঘোষণা করেছিলেন। প্রকল্পের ট্যাগলাইন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। গত পাঁচ বছর ধরে প্রকল্পটি এই নামেই পরিচিত ছিল। গত বছরের নভেম্বরে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ নতুন নাম ঘোষণা করে কেন্দ্র। দেশে প্রায় ১০ কোটি পরিবার ওই প্রকল্পের আওতায় পড়ে।