December 5, 2024 2:33 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 5, 2024 2:33 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Budget 2024 Awas Yojana:  আরও ২ কোটি আবাস যোজনার বাড়ি তৈরির ঘোষণা ,অর্থমন্ত্রীর- কারা পাবেন ?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#2024budget# #2crore# #housingscheme# #announced

Another 2 crore housing scheme announced by the finance minister – who will get it?

দেশ

 দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : 202৪ বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশার ভার কাঁধে নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে ১লা ফেব্রুয়ারি পেশ করলেন কেন্দ্রীয় বাজেট। এদিনের বাজেটে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এবার মধ্যবিত্তদের জন্য নয়া আবাস যোজনা আনবে কেন্দ্র। যা মধ্যবিত্তদের নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করবে। নির্মলা সীতারমন এ প্রসঙ্গে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬% বৃদ্ধি করা হচ্ছে। এরফলে এই প্রকল্পের ব্যয় হতে চলেছে ৭৯,০০০ কোটি টাকারও বেশি। এদিন বাজেট পেশের সময়েই এই ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়াও, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, মূলধন বিনিয়োগের পরিধি ৩৩% বাড়িয়ে ১০ লাখ কোটি টাকা করা হচ্ছে, যা জিডিপি-র ৩.৩% হবে।

এমনিতে কেন্দ্র পিএম আবাস যোজনার আওতায় গ্রামীণ এবং শহুরে এলাকায় নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নাগরিকদের বাড়ি তৈরিতে সাহায্য করে। গ্রামীন এলাকায় সরাসরি গরিব নাগরিকদের বাড়ি তৈরির টাকা দেওয়া হয়। যা পিএম আবাস যোজনা গ্রামীণ হিসাবে পরিচিত। আবার কোভিডকালে শহর এলাকায় নিম্ন মধ্যবিত্তদের জন্য পিএম আবাস যোজনা চালু করা হয়। সেই প্রকল্প এখন বন্ধ। ফলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা আবাস যোজনার কোনও সুবিধা পাচ্ছেন না। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন ঘোষণা করলেন, মধ্যবিত্তদের জন্য এবার নতুন আবাস যোজনা চালু করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সাফল্যও তুলে ধরেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top