Students will get smartphones after secondary school, big news for the budget.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
দ্বাদশ নয়, এবার মাধ্যমিকের পরই মিলবে মোবাইল, ট্যাবলেট। সেই সঙ্গে মাদ্রাসার উন্নয়নেও বড় অঙ্ক বরাদ্দ করল রাজ্য সরকার
বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা তৃণমূল সরকারের। মাধ্যমিক পাশের পর স্মার্টফোন পাওয়া যাবে । কিন্তু তার জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হতে হবে। স্কুলে ভর্তির হলেই স্মার্টফোন পাবে বলে জানালেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রীর মতন জনপ্রিয় প্রকল্প প্রায় ৬২টি সামাজিক প্রকল্প চালায় রাজ্য সরকার।কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষকে কে ভাতে মারার চেষ্টা করছে।
বাংলার সেরা জনমুখী প্রকল্প গুলোর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। এই মুহূর্তে ২ কোটি ১৩ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এছাড়াও জয় বাংলা, জয় জোহরের মতো রাজ্যের নিজস্ব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। আছে কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যত্ ক্রেডিট কার্ড, কৃশকবন্ধু, মত্স্যবন্ধু, তপশিলীবন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্প যেখানে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় কিংবা আর্থিক ভাবে তাঁরা কিছুটা সুরাহা পান। আগেও এখানে অবস্থানে বসে ছিলাম
তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে তার বকেয়া প্রাপ্য দেয়নি বলে রেড রোডের ধর্না মঞ্চ থেকে অভিযোগ করেন। পাশাপাশি
কেন্দ্রীয় সরকার গত দু’বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দেয়নি। তার মধ্যেও আমরা ৪২ দিনের কাজ দিয়েছি।