At first barred, the police under pressure allowed Brinda Karats to enter the village
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশখালি যাওয়ার পথে বৃন্দা কারাত সহ মহিলা সমিতির নেতৃত্বদের ধামাখালিতে বাধার মুখে পড়তে হয়। ঢুকতে না দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা, সোনাবাহিনী দিয়ে আটকানোর চেষ্টা। মহিলা নেতৃত্বের পক্ষ থেকে জানান, গ্রামবাসীদের সাথে দেখা করে কথা বলবেন। এই কথাতে অনড় থাকার পর চাপে মুখে পড়ে ব্যারিকেড সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ।এদিন বৃন্দা কারাত মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন,আপনি কোনও মহিলাদের সঙ্গে কথা বলেন নি, না বলেই আপনি ক করে বলছেন এটা ষড়যন্ত্র। জন্য আপনি ষড়যন্ত্রের কথা বলছেন। সত্যকে চাপা দিতে, নিজের দলের লোককে বাঁচানোর চেষ্টাই মহিলাদের কন্ঠ রোধ করতে আপনি চক্রান্ত করছেন। তিনি বলেন, শাহজাহানকে ধরা হলে অনেক কিছু বেরিয়ে আসবে। তাই শাহজাহানকে লুকিয়ে রাখা হচ্ছে। পুলিশ দাবি করছে সন্দেশখালিতে ‘শান্তি’ বজায় আছে। কিন্তু বাস্তবে তা নয়। যে সব মহিলারা শিবু, উত্তম, শাহজাহানদের বিরুদ্ধে মুখ খুলেছেন, প্রতিবাদ করছেন, রাতের অন্ধকারে তাদের বাড়ি গিয়েই হামলা করছে তৃণমূল এবং পুলিশের যৌথ বাহিনী।এদিন গ্রামে বৃন্দা কারাত সহ মহিলা সমিতির নেত্রী অঞ্জু কর, রেখা গোস্বামী, কনীনিকা ঘোষ বোস, জাহানারা খান সহ রাজ্য নেতৃত্ব যান।