Governor recommends removal of Education Minister Bratya from the cabinet
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্রাত্যকে সরানোর সুপারিশ করেছেন। গোটা বিষয়টিকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের কনভেনশনে উপস্থিত ছিলেন। যা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সমান বলে দাবি ছিল বিরোধীদের। এই আবহে এবার রাজ্যপাল ক্যাবিনেট থেকে ব্রাত্যকে সরানোর জন্য সরকারকে বললেন।
বিষয়টি সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসু লেখেন, ‘এটা হাস্যকর। তিনি বিধি ভাঙলে তা নির্বাচন কমিশনকে জানানো উচিত। রাজ্যপাকে নয়। রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে নিজের রাজনৈতিক রঙ দেখিয়ে দিলেন।’