Order to praise Modi in the drama! Only then will the grant be received, the proposal condemned by Bratya Basu
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তণ করলেই বাংলার থিয়েটরগুলি তবেই পাবে কেন্দ্রীয় অনুদান। রা্জ্যের কাছে এমনই নির্দেশ এসেছে বলে জানান শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরো বিষয়টি জানিয়েছেন ব্রাত্য বসু। হিন্দি নাটকের কয়েকটি পাতা ও একটি বিবৃতি শেয়ার করেন ব্রাত্য বসু। বিবৃতিতে লেখা, “কেন্দ্রের বিজেপি সরকার, লোকসভা ভোটের আগে, পশ্চিমবঙ্গের সবকটি থিয়েটার দলকে এদেশের মাননীয় প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা একটি ছোট নাটিকা পাঠিয়ে বলেছেন, এর অভিনয় সর্বত্র করতে হবে। মঞ্চস্থ করার নির্দেশও দেওয়া হয়েছে। তা নাহলে কেন্দ্রের মোটা অনুদান বন্ধ করে দেওয়া হবে।
ব্রাত্য বসু লেখেন যে, পশ্চিমবঙ্গের থিয়েটর দলগুলি যেহেতু বামপন্থী সেকুলার ত তাই আশা রাখতে পারি এই প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখান করবেন। তিনি রাজ্যের সব নাট্যদলকে নির্লজ্জ কেন্দ্রীয় ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।