The Metro Railway Authority has started repairing and handing over the damaged houses in Boubazar
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে হস্তান্তরের কাজ শুরু করেছে। এসপ্ল্যানেড এবং শিয়ালদার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ টানেলিং কাজের সময় এই বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয়েছিল। ঘরছাড়া হয়েছিল বহু পরিবার। অবশেষে সেই সব ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির কাজে হাত দিয়েছেন মেট্রোর নির্মাণ সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর কর্তারা। মেট্রো কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংশ্লিষ্ট বাড়িগুলি সম্পূর্ণ মেরামত করে ফিরিয়ে দেবে। বিপত্তির কারণে ভেঙে পড়া ২৬টি বাড়ি মেট্রো কর্তৃপক্ষ পুনর্নির্মাণ করে দিচ্ছেন বলে খবর। মালিকদের সম্মতিক্রমে ওই ২৬টি বাড়ির নকশা তৈরি করা হয়েছে। কলকাতা পুরসভার মাধ্যমে সেই নকশা অনুমোদনের কাজও প্রায় সম্পূর্ণ। আগামী এপ্রিলে ওই সব বাড়ির নির্মাণকাজ শুরু হওয়ার কথা। কাজ শেষ হতে আরও বছর দুয়েক লাগতে পারে। এই কাজের জন্য নির্দিষ্ট সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে ৬বি, দুর্গা পিতুরি লেনের বাড়ি মেরামত করে ইতিমধ্যেই মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়াও, ১৯/১এ, দুর্গা পিতুরি লেনের দু’টি বাড়ির মেরামতির কাজ প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে মেট্রো সূত্রের খবর। ১/৪, দুর্গা পিতুরি লেনের বাড়িটির মেরামতির কাজ সদ্য শুরু হয়েছে। পাশাপাশি, ওই রাস্তার ১৯ নম্বর বাড়ি মেরামতির কাজ দ্রুত শুরু হবে বলে কেএমআরসিএল-এর তরফে জানানো হয়েছে।