Threat email to many schools in several districts including Kolkata!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বোমা দিয়ে স্কুল উড়িয়ে দেবো – এই হুমকি ইমেল কলকাতা-সহ রাজ্যের বহু স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে মেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা পরিস্থিতির উপরে নজরে রাখছে। এই মেলগুলি সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা গিয়েছে ‘হ্যাপিহটডগ১০১’ নামের একটি ইমেল আইডি থেকে রাজ্যের বিভিন্ন স্কুলকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। (যদিও এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল) মোট কতগুলি স্কুল হুমকি মেল পেয়েছে, কোন কোন জেলার স্কুল এই তালিকায় রয়েছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে কলকাতার পাশাপাশি শিলিগুড়ির কয়েকটি স্কুলও এই ইমেল পেয়েছে বলে সূত্রের খবর।