An explosion rocked a university in Imphal on Friday. According to sources, one death has been reported.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শুক্রবার বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফলের একটি বিশ্ববিদ্যালয়। সূত্রে খবর অনুযায়ী, একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্রে খবর, গতকাল গভীর রাতে রাজধানী ইম্ফলের ডিএম ইউভার্সিটি চত্বরে বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ওইনাম কেনেগি নামের এক যুবক, তার বয়স ২৪। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অন্য আর একটি যুবক। এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছায় বোম্ব স্কোয়াড। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাশকতা ঘটাতে আইইডি ব্যবহার করা হয়েছিল। তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি এখনও পর্যন্ত।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম।)