BJP’s master stroke in Lok Sabha elections, candidate lawyer Ujjal Nikam
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ব্যাটেলগ্রাউন্ড মহারাষ্ট্র। লোকসভা নির্বাচন গোটা দেশেই চলছে বটে। কিন্তু বিজেপির কাছে মহারাষ্ট্র হচ্ছে একটা প্রেসটিজ ফাইটের জায়গা। সেখানে উদ্ধব ঠাকরের দলের সঙ্গে যে লড়াই তারই দল থেকে ভাঙিয়ে আনা একনাথ শিন্ডেদের। তাই উদ্ধবদের বিপক্ষে সবচেয়ে ভালো প্রার্থীদের ওপরই ভরসা রাখছে বিজেপি। এরই মধ্যে তাঁদের প্রার্থী তালিকায় এল বড়সড় চমক। মহারাষ্ট্রের নর্থ সেন্ট্রাল কেন্দ্র থেকে এবার লড়তে দেখা যাবে উজ্জ্বল নিকমকে। কে তিনি? অনেকেকর মনেই আসতে পারে এই প্রশ্ন। উজ্জ্বল হচ্ছেন সেই ব্যক্তি, যিনি ২০০৮ সালে মুম্বই হামলায় মামলা লড়েছিলেন। শেষ পর্যন্ত সেই হামলায় অভিযুক্ত কাসাভের ফাঁসি হয়েছিল। তিনিই মামলা লড়েছিলেন যাতে দোষির ফাঁসির সাজা হয়। সেই আইনজীবীকেই এবার মহারাষ্ট্রে লোকসভা ভোটে টিকিট দিল ভারতীয় জনতা পার্টি। তিনি একাই কার্যত করে গেছিলেন মুম্বাই হামলায় দোষী সাব্যস্ত কাসাবকে ফাঁসি দেওয়ার জন্য।