BJP opposes RJD’s reservation policy, but is silent on TDP’s reservation policy
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সংরক্ষণ নীতির বিরোধিতা করলেও জোটসঙ্গী টিডিপির নেতা চন্দ্রবাবু নায়ডুর সংরক্ষণ নীতি নিয়ে মুখ খুলল না বিজেপি। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সরাসরি কংগ্রেসের দিকে তোপ দেগেই বলেছিলেন মানুষের সম্পদ বিলিয়ে দেওয়ার চক্রান্ত করেছে কংগ্রেস। এছাড়াও বহুবার কংগ্রেসের সংরক্ষণ নীতি ও তাঁদের বিরুদ্ধে সংখ্যালু তোষণের অভিযোগ করেছে বিজেপি। রবিবারই আরজেডির প্রধান লালু প্রসাদ যাদব বলেছিলেন অনগ্রসর সংখ্যালঘুদের যদি সংরক্ষণ দেওয়া হয় তাতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এর পরিপ্রেক্ষিতে পাল্টা বিজেপির তরফে তাঁদের একহাত নেওয়া হয়েছে। সুধাংশু ত্রিবেদী বলেন, ওবিসিদের বঞ্চিত করে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অর্থাৎ সংরক্ষক্ষণের চেষ্টা করছে ইন্ডিয়া জোট, সেই নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করা হয়েছিল, লালপ্রসাদ যাদবের বক্তব্যে তারই মিল পাওয়া যাচ্ছে। যদিও নিজেদের জোটসঙ্গী চন্দ্রবাবু নায়ডুও সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের কথা বলেছিলেন, কিন্তু সেই নিয়ে কোনও কথাই বলতে চায়নি বিজেপি।