BJP leader and Union Minister Kishan Reddy has a different tone on the Kashmir issue
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহে বিজেপির বহু নেতাই দেখাচ্ছেন কাশ্মীর জুজু। প্রধানমন্ত্রী কদিন আগেই চ্যালেঞ্জ করেছিলেন বিরোধীদের, ক্ষমতা থাকলে ৩৭০ ফিরিয়ে এনে দেখাতে কাশ্মীরে। বারবারই বিজেপির বিভিন্ন নেতা ফারুখ আবদুল্লার দিকেও আঙুল তুলেছিলেন কাশ্মীরে অশান্তির জন্য। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী কিষান রেড্ডি দাবি করলেন কংগ্রেস আসলে নাকি কাশ্মীরে ফের ৩৭০ ধারা লাগু করবে। তেলেঙ্গানার এই বিজেপির হেভিওয়েট নেতা বলছেন, কংগ্রেসের ফেরা মানেই ফের তিন তালাক ফিরিয়ে আনা। দেশের সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ চালু করবে তাঁরা। কংগ্রেসের লক্ষ্যই হচ্ছে সংখ্যালঘু তোষণ। কর্ণাটকে কংগ্রেসের সরকার সেরাজ্যের সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ বাড়িয়ে দিয়েছে বলেও জানান বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী।