Former BJP MLA advises Karnataka minister to drink alcohol
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট আসতেই বার বার উঠে আসছে সুরার প্রসঙ্গ, যা নিয়ে বেজায় চটেছেন সুরা প্রেমীরা। যখন তখন যেকোনো নেতার মুখেই উঠে আসছে সুরার কথা। কেউ বলছে সুরার দাম কমবে। কেউ সেই সুরা দুর্নীতিকান্ডেই জেলে রয়েছেন। এরই মধ্যে আবার এক নেতাকে একটু সুরা খাওয়ার পরামর্শ দিলেন তার বিরোধী দলের নেতা। তবে এক্ষেত্রে এক মহিলাকে সুরা খেতে বলে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা। কর্নাটকের প্রাক্তন বিধায়ক সঞ্জয় পাতিল। মাঝে মধ্যেই মুখ ফসকে আল টপকা মন্তব্য করে ফেলেন। কিন্তু এবার তিনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললে। রাজ্যের মন্ত্রী লক্ষী হেব্বালকারকে কটূক্তি করতে গিয়ে সুরা খেতে বললেন তিনি। লক্ষ্মীর ছেলে মৃণাল এবারে বেলগাভি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই কেন্দ্রে বিজেপির সমর্থনের কথা বলতে গিয়েই সঞ্জয় পাতিল বলে বসলেন, সেই কেন্দ্রে বিজেপির প্রতি মহিলাদের সমর্থন দেখার পর তাকে রাতে ঘুমানোর জন্য হয় ঘুমের ওষুধ বা সুরা খেতে হবে।