BJP Leader Dilip Ghosh made a stupid comment during the polls.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট এসেছে। এবারের বেশ কঠিন কেন্দ্র বর্ধমান – দুর্গাপুর থেকে ভোট দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। সকলেই ধরে নিয়েছিলেন বেশ বেকায়দায় পড়েছেন দিলীপ। কিন্তু ভোটের ময়দানে ফুল গিয়ারে চলছে দিলীপের গাড়ি। হনুমান জয়ন্তীতে গদা হাতে বেরিয়েছিলেন প্রচারে। এরপর চেনা ঢংয়ে ফের একের পর এক বেফাঁস মন্তব্য করলেন তিনি। প্রথমে হাইকোর্টের নির্দেশ নিয়ে দিয়েছিলেন প্রতিক্রিয়া। এরপর অভিষেক বন্দোপাধ্যায়কে হত্যার ছক প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই জঙ্গিদের সুরক্ষিত রাখার কাজ করেছেন শাহজাহানের মত জঙ্গিদের বাঁচিয়ে রেখে দিয়েছে। আবার এখন যেখানেই প্রচারে যাচ্ছে সেখানে চোর স্লোগান শুনতে হচ্ছে, ওনার তো জলে ডুবে মরে যাওয়া উচিত। অবশ্য পশ্চিমবঙ্গে জলও নেই এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টার্গেট করা ৩৫ আসন নিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ থেকে যদি ৩৫ আসন পায় বিজেপির তাহলে এই সরকার ৬ মাসও থাকবে না। এখানেই তার গলাতে সরকার ফেলে দেওয়ার ইঙ্গিত। এরপর আবার ভোটের প্রচারে বেরিয়ে পাখা বিলিয়ে ফের বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে কমিশনে নালিশ জানাতে পারে তৃণমূল।