BJP candidate from Ghatal constituency Hiran Chatterjee accused Trinamool of vote stealing and vote rigging.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মেদিনীপুরে ষষ্ঠ দফার নির্বাচনে দিকে দিকে অশান্তির খবর পাওয়া যায়। সর্বত্র দৌড়ঝাপ করতে দেখা যায় ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায়কে। অবাধে ভোট লুঠ এবং ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন হীরণ। ভোটপর্ব শেষ হতেই বিজেপির প্রার্থী কেশপুরে পুনর্নিবাচনের দাবি তোলেন, সঙ্গে অভিযোগ করেন সেখানে ভোটের নামে প্রহসন চলেছে। তৃণমূলের প্রার্থী দেবের বিরুদ্ধে আক্রমণ করে হীরন বলেন, সেকানে পাগলু ডান্স চালিয়ে ভোট করানো হয়েছে। বিকেলের আগেই সেখানে ৭০ শতাংশ মতো ভোট পরায় তিনি দাবি করেছেন আদৌ সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। বরং দেদার ছাপ্পা চালিয়েছেন রাজ্যের শাসক দলের কর্মিরা। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই তিনি অভিযোগ জানিয়েছেন, সেখানে কেশপুররে কয়েকটি বুথে পুনর্নিবাচনের দাবিও জানিয়েছেন তিনি। এছাড়াও তাঁর কর্মিদের ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী।