BJP government in trouble in Haryana. Chautala threatens to topple BJP government in Haryana
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় বিপাকে বিজেপির সরকার। কয়েক মাস আগে পর্যন্ত বিজেপির শরীক ছিল জননায়েক জনতা পার্টি। অর্থাৎ দুষ্মন্ত চৌটালার দল। কিন্তু মোহভঙ্গ হতেই সম্পর্ক কার্যত ছিন্ন হয় তাঁদের। এরই মধ্যে বিজেপির রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন জেজেপির এই নেতা। হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়কে তিনি চিঠি লিখে আবেদন জানিয়েছেন, যাতে বিধানসভায় মুখ্যমন্ত্রী নবাব সাইনিকে সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে বলা হয়। তিনি এবং তাঁর অনুগামীরা সরে দাঁড়ানোয় দুষ্মন্তের দাবি বিজেপির সরকার সেখানে দুর্বল হয়ে পড়েছে। ফলে তারা সেখানে এককভাবে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবে। চলতি মাসের ২৫ মে, হরিয়ানায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আপাতত সেই কাজেই ব্যস্ত রয়েছে সব দল। বিশেষ করে রাজ্যের শাসক দল বিজেপি মরিয়া ভালো ফল করতে কারণ কৃষক আন্দোলনের প্রভাব হরিয়ানাতেও ব্যপকভাবে পড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে চৌটালার এই ধাক্কায় বেশ চাপে পড়েছে হরিয়ানা বিজেপি। নয়াব সিং সাইনি যদিও দাবি করেছেন তাঁদের সরকারের কোনও সংকট নেই, সমস্যায় ফেলেছে বিজেপি সমর্থিত তিন নির্দল বিধায়কের দাবি। কারণ তারাও সরাসরি কংগ্রেসকে সমর্থনের ডাক দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় বিজেপি, এখন সেটাই দেখার।