Trinamool Congress accused of attacking BJP candidate of Uluberia
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উলুবেড়িয়ার বিজেপি প্রার্থীকে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইচ্ছাকৃতভাবে পরিকল্পনামাফিক তৃণমূলের দুষ্কৃতিরা এসে তাঁর প্রচারের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। সোমবার টোটো করে প্রচার সারছিলেন এলাকার বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরি। কয়েকদিন পরই কেন্দ্রের মন্ত্রীর সভায় তাঁর উপস্থিত থাকার কথা। সেখানে তাঁর হয়ে বক্তব্য রাখতে পারেন কেন্দ্রীয় মন্ত্রীরা। অথচ তাঁর আগেই হাসপাতালে ভর্তি হলেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী। তাঁর দাবি করে প্রচার চালানোর সময় হঠাৎই সামনে থেকে দুটি বাইক সজোরে আসে, তখনই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধাক্কাও লাগে বাইকের সঙ্গে। রাস্তার টোটো উল্টে যায়, ছিটকে পড়েন বিজেপির প্রার্থী। সঙ্গে থাকা জওয়ান আহত হন, কিন্তু প্রার্থীর চোট গুরুতর। বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চলতি মাসেই রয়েছে সেখানে ভোট, তাঁর আগে এমন দুর্ঘটনায় বিপাকে পড়ে গেল বিজেপি। তাঁরা সরাসরি দাবি করেছে, এর পিছনে রয়েছে তৃণমূলের মদৎপুষ্ট দুষ্কৃতিদের হাত।