Finally BJP announced candidate against Abhishek in Diamond Harbor constituency
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কোনও নামীদামী মুখ না, স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেই ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকা প্রকাশ করলো। তাতে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দোপাধ্যায় এর বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস, ওরফে ববি। দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব। ডায়মন্ড হারবারের কেন্দ্র থেকে প্রার্থী ঘোষনা করতে গিয়ে অনেকের নাম উঠে আসে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষনা করেনি বিজেপি।
রাজ্যের ৪২ কেন্দ্রের মধ্যে একমাত্র ডায়মন্ড হারবারের প্রার্থী নির্বাচনই বাকি ছিল। মঙ্গলবার দেশের মোট ৭ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার মধ্যে দিয়ে বাংলার এই কেন্দ্রটির প্রার্থীর নাম জানাল দিল্লি বিজেপির সদর দপ্তর। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দোপাধ্যায় এর বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস, যিনি পেশায় আইনজীবী স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন। এছাড়া এলাকার শ্রমিক মহলেও যথেষ্ট পরিচিত মুখ অভিজিৎ দাস। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। এইসব ফ্যাক্টর তুলে ধরে তাঁকেই প্রার্থী করার কথা জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি।