Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপি কর্মী অপহরণ ও খুনের মামলায় রাজ্য পুলিশের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। তাই এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআই একে দিয়েই মামলার তদন্ত এগিয়ে নিজে চাযন প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়্যাকে অপহরণ করে খুনের ঘটনায় NIA কে মামলায় যুক্ত করল হাইকোর্ট। কেন্দ্রীয় এজেন্সিকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।
এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে এস ডিপিও তদন্তের দায়িত্বে ছিলেন। বোমা পাওয়ার কথাও উল্লেখ করেছিল রাজ্যে। যদিও চার্জশিটে বোমার উল্লেখ কোথাও নেই। একইসঙ্গে একাধিক অভিযুক্তের নাম বাদ দিয়েছে পুলিশ। মূল অপরাধীদের জামিন মিলেছে। এর পরেই বিচারপতি জরুরি ভিত্তিতে এন আই কে মামলায় যুক্ত করার নির্দেশ দেন। আগামী ১৩ ফ্রেবরুয়ারি পরবর্তী শুনানি।