RJD’s additional three votes, Bihar Chief Minister Nitish Kumar won the confidence vote in the assembly.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বিহারের রাজনীতিতে পাকাপাকি ভাবে পালাবদল হয়ে গেল সোমবার। দীর্ঘ সময় ধরে জোটসঙ্গী কংগ্রেস-আরজেডি-র সমর্থনে চলা সরকারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে বিজেপির হাত ধরে ফের বিহারের মসনদে নীতীশ। ক্ষমতায়নের লোভে বারবার রাজনৈতিক শিবির বদল করেছে নীতীশ।
বিহারের আস্থা ভোটে ১২৯টি ভোট পেয়েসহজ জয় পেলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
২৪৩ সদস্যের বিহার বিধানসভায় আস্থা ভোটে জিততে নীতীশের দরকার ছিল ১২২টি ভোট। নিশ্চিত হার বুঝতে পেরে বিরোধীরা ফ্লোর টেস্টের আগে ওয়াকআউট করেন।নীতীশ নিজের দল, বিজেপি, এনডিএ-র বাকি দলগুলির বিধায়কদের সব ভোট তো পেলেনই, সঙ্গে আরজেডি-র অন্তত পাঁচ বিধায়কের ক্রস ভোটিংয়েরও সুবিধা পেলেন। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছিলেন, খেলা হবে। কিন্তু কোনও খেলাই হল না। বরং নীতীশের আস্থা ভোটে ক্ষতি হল তাঁর দলের।
নীতীশের গড় ভাঙানো তো দূরের কথা উল্টে লালু-তেজস্বী যাদবের দল আরজেডি-র তিন বিধায়ক নীতীশের দিকে ভোট দিলেন। আরজেডি বিধায়ক চেতন আনন্দ, নীলম দেবী ও প্রহ্লাদ যাদব নীতীশের দিকে গিয়ে বিধানসভায় সরকারি বেঞ্চে বসেন।স্পিকার অপসারণের আগে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন।