Chhattisgarh operation, more than 25 Maoists killed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। বিএসএফের সঙ্গে জেলা পুলিশের যৌথ অভিযান। গুলির লড়াইয়ের শেষে নিকেষ ২৫ এর বেশি মাওবাদী। ঘটনাস্থল থেকে একাধিক গ্রেনেড ও বন্দুক উদ্ধার হয়েছে। শোনা যাচ্ছে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা শংকর রাও এই গুলির লড়াইতেই নিহত হয়েছেন। পাল্টা মাওবাদীদের গুলির লড়াইয়ে আহত হয়েছে নিরাপত্তারক্ষীদের ৩ জওয়ান। প্রত্যেকবারই নির্বাচনের আগে সক্রিয় হয়ে ওঠে মাওবাদীরা। তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। কোথাও কোবরা বাহিনী, তো কথাই বিএসএফ। সঙ্গে রাজ্য পুলিশের ট্রেনিং প্রাপ্ত নিরাপত্তারক্ষীরাও অভিযান চালায়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই মোট ১০জন মাওবাদীকে নিকেষ করেছিল নিরাপত্তারক্ষীরা। এবারে ২৫ এর ওপরে মাওবাদী মৃত্যু নির্বাচনের আগে তাদের অভিযান সফল করল তা বলাই যায়। তবে আরো মাওবাদী নিকেষ করার উদ্দেশ্যে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। সূত্র মারফত খোঁজ পেয়ে তারা এই অপারেশন চালায়, জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা বস্তার জেলার আইজি পি সুন্দররাজ।