Case against Ravi Kishan dismissed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন আসতেই একে একে বিভিন্ন দল ও নেতাদের বিভিন্ন কীর্তি সামনে আসছে। এরই মধ্যে ভোজপুরি অভিনেতা তথা রাজনৈতিক নেতা রবি কিষানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন অপর্ণা ঠাকুর নামক জনৈক মহিলা। তিনি দাবি করেছেন রবি কিষানের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাঁদের ১ সন্তান রয়েছে। এরই মধ্যে শেনেভা নামে এক মহিলা দাবি করেছিলেন রবি কিষানের ডিএনএ টেস্ট করা হোক। এতদিন চুপ থেকে হঠাৎ ভোটের আগে কেন আদালতের দ্বারস্থ হলেন মহিলা, এই প্রশ্নই উঠেছিল। এরপর আদালত অবশ্য জানিয়ে দিল যে তাঁদের করা মামলা সঠিক নয়। ফলে রবির দিকেই রায় দিয়েছে আদালত। শেনেভার দাবি ছিল এতদিন যাকে বাবা বলে ডেকেছেন, তিনি তাঁঁর বাবা নয়, ডিএনএ পরীক্ষাও নাকি হয়েছে। যদিও উঠতি অভিনেত্রীর এই অভিযোগের সত্যতা খুঁজে পায়নি আদালত। শেনেভা ও অপর্ণা দাবি করেছে, যে রবি কিষানের সঙ্গে অপর্ণা দেবীর ১৯৯৬ সালে মুম্বাইতে বিয়ে হয়েছিল। এই দাবির পরই কার্যত আলোড়ন পড়ে যায় দেশে।