Bengaluru got their second win by beating Hyderabad
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অপ্রত্যাশিত ভাবেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে নিজামের শহরের দল। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেড রান পাননি। অধিনায়ক প্যাট কামিন্স লড়াই করেও দলের জন্য তুলে আনতে পারলেন না। আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় খাতায় লেখালো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে অর্ধশতরান করে বিরাট। যদিও তার অর্ধশতরান নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, ধীর গতিতে করার জন্য । কিন্তু শেষ পর্যন্ত দল জেতায় আর বেশি কিছু বলতে পারছেন না সমালোচকরা। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং রজত পতিদার অর্ধশতরান করেন। ৩৭ রান করেন ক্যামেরন গ্রীন। তারই সৌজন্যে ২০৬ রানে পৌঁছায় আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের ওপেনারদের মধ্যে শুধুই অভিষেক শর্মা নজর কাড়েন। এরপর ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন এবং নিতিশ রেড্ডি, তিনজনই ব্যর্থ হন। যার ফলে চাপে পড়ে যায় হায়দরাবাদের দল। ৪০ রান করেন শাহবাজ আহমেদ। ৩১ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স ও অভিষেক শর্মা। নিজেদের ঘরের মাঠেই শেষ পর্যন্ত ৩৫ রান দূরে থেমে যায় সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। ফলে আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।