Devastating fire in North Kolkata. 12 fire engines are working to extinguish the fire.
কলকাতা
নিজস্ব সংবাদদাতা:উত্তর কলকাতার বেলগাছিয়ার মিল্ক কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।মিল্ক কলোনির এক গোডাউনে এদিন বিকেল ৪টে নাগাদ আগুন লাগে। মূলত দুধ সরবরাহের ক্রেট, প্লাসটিক ইত্যাদি মজুত থাকে ওই কারখানায়। সেখানেই আগুন লেগে তা ধীরে ধীরে আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। দাউদাউ আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
দমকল মন্ত্রী সুজিত বসু জানান, এর আশপাশে বেশ কিছু অফিস রয়েছে। তাই আগুন আরও ছড়িয়ে পড়লে সমস্যা বাড়বে। পাশাপাশি তিনি এও বলেন, যেহেতু ওই কারখানায় প্রচুর পরিমাণ দুধের প্লাসটিক প্যাকেট মজুত ছিল, তাই আগুন নিভতে অনেকটাই সময় লাগবে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। পাশাপাশি হতাহতের কোন খবর নেই।প্রাথমিক ভাবে দমকল আধিকারিকদের অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে সেখানকার লোকেদের ঠিক সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।