July 27, 2024 7:25 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 7:25 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

BCCI Message : ঈশান কিষাণদের স্পষ্ট বার্তা বোর্ডের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#BCCI# #message# #to# #Indian# #cricketers

BCCI gave a clear message to Indian cricketers. Cricketers must play in Ranji to enter the national team, the board gave a stern message

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটারদের জন্য স্পষ্ট বার্তা দিল বিসিসিআই। জাতীয় দলে ঢুকতে গেল রণজিতে খেলতেই হবে ক্রিকেটারদের, কড়া বার্তা দিল বোর্ড। ঈশান কিষানের নিয়মবিরুদ্ধ কাজের পরই কড়া বার্তা বোর্ডের। জাতীয় কোচের পরামর্শ উপেক্ষা করেই রণজিতে না খেলে, বরোদায় হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করছিলেন ইশান কিষাণ। দঃ আফ্রিকা সিরিজ চলাকালীনই মানসিক অবসাদের কথা বলে, ক্যাম্প থেকে বে়ড়িয়ে এসেছিলেন ইশান কিষাণ। এরপর এক মাস কেটে গেলেও আর জাতীয় দলের অনুশীলন বা রণজিতে তার দল ঝাড়খন্ডের সঙ্গে যোগ দেন নি কিষাণ। আর তাতেই সুত্রপাত হয় বিতর্কের। বোর্ডের নিয়ম অনুযায়ি ভারতীয় দলে ঢোকার প্রধাণ মাপকাঠি হল রণজি ট্রফি। কিন্তু কোচের বা নির্বাচকদের বার্তা উপেক্ষা করায় তার ওপর চক্ষুশুল বিসিসিআই কর্তারা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা হয়নি তার। আফগানিস্তান সিরিজেও সুযোগ পাননি স্কোয়াডে। বোর্ডের তরফেও তাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এর মাধ্যমেই, কেউই প্রতিষ্ঠানের উর্ধ্বে নয়। যদিও বোর্ডের এই কড়া নোটিসের পর ইশান কিষাণকেও ঝাড়খন্ডের হয়ে রাজস্থান ম্যাচেই খেলতে দেখা যেতে পারে। শুধু ইশান কিশানই নয়, শ্রেয়স আইয়ার, দীপক চাহাররাও রণজিতে নামতে চলেছেন এই নির্দেশে। তারাও রণজি ট্রফির ম্যাচে নিজেদের রাজ্য সংস্থার হয়ে খেলেন না অধিকাংশ সময়ই। বোর্ডে কর্তাদের নজরে এক বিষয় এসেছে, বেশ কয়েকজন ক্রিকেটারই আইপিএলকে বাড়তি গুরুত্ব দেওয়ার জন্য রণজি ট্রফির মতো প্রতিযোগিতাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, যাতে আখেরে প্রথম শ্রেণীর ক্রিকেটের গরিমা নষ্ট হচ্ছে। ক্রুণাল পান্ডিয়াও বরোদায় অনুশীলন সেড়েছেন, অথচ সেই রাজ্যের হয়েই খেলতে নামছেন না। বিষয়টি নিয়ে যথেষ্টই বিরক্ত বোর্ড কর্তারা। এনসিএ-তে রিহ্যাবে থাকা ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ব্যস্ত ক্রিকেটাররা বিসিসিআইয়ের এই নতুন বিজ্ঞপ্তি থেকে ছাড়া পেয়েছেন। অবাধ্য ক্রিকেটারদের ওপর রাশ টানতেই এই বিজ্ঞপ্তি বোঝাই যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top