A fire broke out at the party office in Barahnagar in the dark of night
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার গভীর রাতে বরাহনগর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) বরাহনগর ২ এরিয়া কমিটির অন্তর্গত ১৮ নম্বর শাখা অফিস পুড়িয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, অনুমানিক রাত ২:৩০ থেকে ৩টের মধ্যে ঘটনাটি ঘটে। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে ওই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিল একটি বেসরকারি সংস্থার ডেলিভারি বয় যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের জানায়। পাড়ার লোকের সহযোগিতায় পার্টির কর্মীরা সেই আগুন নেভায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের আসেন সিপিআই(এম) নেতা কিশোর গাঙ্গুলী, সিদ্ধার্থ গাঙ্গুলি সহ পার্টির কর্মীরা। খবর দেওয়া হয় বরাহনগর থানায়। এদিন সকালে সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্য সেই পোড়া পার্টি অফিসে যান। বিকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। সামনে দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনের পাশাপাশি বরাহনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। সেই কারণে এই নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই কাজ করা হয়েছে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।