Plastic warehouse fire in Barabazar, fire under control with efforts of fire brigade
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনের সকালেই বড়সড় বিপত্তি! ভয়াবহ আগুন বড়বাজার এলাকায়। গোবিন্দচাঁদ ধর লেনে, নাখোদা মসজিদের উলটো দিকের প্লাস্টিক-কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, স্থানীয় কাউন্সিলর। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ও ঘটনাস্থলে যান।
দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পাশের একটি বহুতলেও আগুন ছড়িয়ে পড়ে বলেই খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয় দমকলে। গুদামটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায়। তাই আগুন নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদামটির কাছে পৌঁছতেই পারেননি দমকলের ইঞ্জিন। দূর থেকে হোসপাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে। কীভাবে আগুন লাগল, তা তদন্তসাপেক্ষ। ওই গুদামের কাগজপত্র, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।