Prime Minister Sheikh Hasina’s big announcement about Ramadan in Bangladesh. He advised not to listen to the rumors about the product price.
বাংলাদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল
প্রতিবছর চাল-গম-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্দিষ্ট পরিমাণে ভারত থেকে আমদানি করতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে বলেও জানান সরকার প্রধান। রমজানে পণ্যের মূল্য স্বাভাবিক থাকবে।সংসদ সদস্যদের উদ্দেেশ্যে শেখ হাসিনা বলেন, ‘পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কারও গুজবে কান দেবেন না কেউ। সবাই সতর্ক থাকলে যারা গুজব ছড়াচ্ছে, তারা খুব একটা সুবিধা করতে পারবে না। কেউ যাতে মানুষের খাদ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার।’
শেখ হাসিনা বলেন, রমজান তো কৃচ্ছ্র সাধনের মাস। কিন্তু আমাদের এখানে যেন সংযম না করে খাওয়াটাই বেড়ে যায় মানুষের। ইদানিং দেখবেন, বাজারে কিছু পণ্যের মূল্য কমতে শুরু করেছে। রমজানে তারাবি ও সেহরির সময় বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হবে না বলেই আশা করছেন আওয়ামী লীগ সভাপতি। তবে সংকটে পড়লে দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে লোডশেডিং করতে হতে পারে বলেও জানান তিনি।