Referring to the close neighbors of Bangladesh and India, Prime Minister Sheikh Hasina said that cooperation between the two countries is essential.
বাংলাদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারত বাংলাদেশের মৈত্রী সম্পর্ক রয়েছে। ভারতবর্ষে একাধিকবার এসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সফররত ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, এ অঞ্চলে দারিদ্র্যই প্রধান শত্রু। দারিদ্র্য বিমোচনে সর্বোচ্চ সম্পদ ব্যয় করা হচ্ছে।তিনি ভারতীয় বিমানবাহিনী প্রধানকে বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) প্রতিষ্ঠা করেছে। যেখানে নতুন মানবসম্পদ তৈরি হচ্ছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এসব কথা বলেন।