A UP member named Abdul Hamid was bitten off by his opponent during a card nogame in Monirampur, Jessore.
বাংলাদেশ ,ঢাকা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
যশোরের মনিরামপুরে তাস খেলাকে কেন্দ্র করে আব্দুল হামিদ নামে এক ইউপি সদস্যের কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন প্রতিপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দুয়া গ্রামের একটি চায়ের দোকানে প্রতিদিনই স্থানীয়রা ক্যারাম বোর্ড, তাস ও লুডু খেলে। এদিন সন্ধ্যায় বাজি ধরে তাস খেলতে বসেন সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ সরদার (৫০), বেলায়েত আলী মোল্লা (৪৮), সহিদুল ইসলাম (৫২) ও রফিকুল ইসলাম (৪০)। খেলার একপর্যায়ে বেলায়েত আলী ও আব্দুল হামিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতি শুরু হলে আব্দুল হামিদের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন বেলায়েত আলী।
পরে স্থানীয়রা আব্দুল হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে মনিরামপুর থানার পুলিশ ।আব্দুল হামিদ বর্তমানে চিকিৎসাধীন।