30 injured in clashes between two parties over Iftar in Sunamganj, Bangladesh
বাংলাদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
মসজিদে ইফতারি না পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া মসজিদে ইফতারি দেন। ইফতারি বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাতো ভাই রহিছ মিয়া পাননি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রহিছ মিয়া দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার লোকজন নিয়ে ময়না মিয়া ও তার বসতবাড়িতে হামলা চালান। এ সময় ময়না মিয়ার লোকজন তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের হয়েছেন ফেরদৌসা বেগম (৫০), জামরুল মিয়া (২৫), পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯), মুন্না মিয়াকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পাবেল মিয়াকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।