Bangalore’s record was broken by Hyderabad, Sunrisers’ 277 in the first innings
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের ইতিহাসে প্রথম ইনিংসে সব থেকে বেশি রানের নজির গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অনবদ্য ব্যাটিং এর নজির দেখালেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা। শুরুটা করেছিলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, শেষটা করলেন আইদেন মাকারাম এবং হেনরিক ক্লাসেন। ২৪ বলে ৬২ রান করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ট্রাভিস হেড। অভিষেক করেন ২৩ বলে ৬৩ রান। এরপর দুই প্রোটিয়ার ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় মুম্বাই বোলাররা। ৩৪ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন ক্লাসেন। ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন আইডেন মাকরাম। যশপ্রীত বুমরাহ ছাড়া বাকি সব মুম্বাই বোলারের ইকোনমি রেট ছিল আকাশ চুম্বি। ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান করে হায়দরাবাদ। এর আগে আইপিএলের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে দিল সানরাইজার্স। এক ম্যাচে ছক্কার নিরিখেই বাকি সব ম্যাচকে টপকে হয়েছে এই ম্যাচ। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ছয় মারা হয় এই ম্যাচেই।