Young man jumps into Ganga from Bally bridge in morning, search in river for missing youth
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বালি ব্রিজের দক্ষিণেশ্বর গামী লেনে রেলিংয়ে পাশে ব্যাগ ও জুতো পড়ে থাকতে দেখেন পথ-চলতি মানুষ। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন পুলিস আধিকারিকরা। প্রাথমিক তদন্ত অনুমান, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। প্রশাসনের ভূমিকা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে খবর, গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের নাম অজিত সাউ। ৩২ বছর বয়সি অজিত থাকেন আমর্হাস্ট স্ট্রিটে। বন্ধু রতনের কাছ থেকে বাইকটি চেয়ে এনেছিলেন অজিত। বালি ব্রিজের উপর সেই বাইকেই বসেছিলেন তিনি। পরে সেই বাইকের উপর উঠেই নদীতে ঝাঁপ দেন তিনি। বাইকের মালিক রতনকে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অজিত সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ। অন্য দিকে, নদীতেও অজিতের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এখনও জানা যায়নি, অজিত সাঁতার জানতেন কি না।