আবারো নতুন প্রজেক্ট নিয়ে হাজির টিম রাজ চক্রবর্তী।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিলো আবার প্রলয়। Ott তে দাপিয়ে বেরিয়েছে রাজ শেষস্বতা জুটি। সেই রেস কাটতে না কাটতেই আবারো নতুন প্রজেক্ট নিয়ে হাজির টিম রাজ চক্রবর্তী।
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে সিনেমার নাম বাবলি। নাম ভূমিকাএ স্বয়ং মিসেস রাজ চক্রবর্তী। অপর দিকে অভিরূপ এর চরিত্রের দেখা যাবে আবির চট্টোপাধ্যায় কে।
কাহিনী কে মাথায় রেখেই ছবির কিছু অংশের শুটিং হতে চলেছে উত্তর বঙ্গে। ইতিমধ্যেই টিম পারিও দিয়েছে ডুয়ার্স। চালসা, সামসিন, মূর্তি নদীর তীরে মনোরম পরিবেশে রম্যমিয়ে চলছে ছবির শুটিং। স্থানীয় হোমস্টে গুলোকেই দেখতে পাবো আমরা বাবলি সিনেমা তে।
দ্বিতীয়বার মা হওয়ার পর বেশ অনেকদিন ই রীল লাইফ থেকে নিজেকে দূরে রেখেছিলেন শুভশ্রী। এতো ঝকঝকে কামেব্যাক করতে চলেচেন সেটা বুঝতেই দেননি চক্রবতী গিন্নি।
পরিণীতা র পর আবারো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে এই ছবিতে ।
কিছুদিন আগেই বাবলির শুভমহরৎ অনুষ্ঠিত হলো একঝাঁক তারকএদের সাথে নিয়ে।
তারপরেই ডুয়ার্স পারি জমিয়েছে বাবলির টীম। সব ঠিক থাকলে সরস্বতী পুজোর আগেই কলকাতায় ফিরবেন তারা।