Patanjali’s MD Ramdev sought an ‘unconditional apology’ from the Supreme Court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইতে হলো পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তথা যোগগুরু রামদেবের সহযোগী আচার্য বালকৃষ্ণ। বৃহস্পতিবার এই সংস্থা জানিয়েছে যে ভবিষ্যতে এমন কোনও বিজ্ঞাপন ছাপা হবে না। গত মঙ্গলবারই পতঞ্জলির এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব এবং বালকৃষ্ণকে তলব করেছিল শীর্ষ আদালত। তার পর বুধবারই হলফনামা দিয়ে ক্ষমা চেয়ে নিলেন রামদেব-সহযোগী।অ্যালেপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে ছোটো করার মতো বিজ্ঞাপন ছাপার অভিযোগে মামলা দায়ের করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। করোনার সময়কালে ‘করেনিল’ নামে একটি ওষুধ বিক্রি করে পতঞ্জলি। দাবি করা হয় তাতে করোনা সেরে যাবে। আইএমএ প্রশ্ন তোলে, রামদেবের দাবির বৈজ্ঞানিক ভিত্তি কী। গত বছরের নভেম্বরে পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত। জরিমানা হতে পারে বলেও মৌখিক ভাবে জানানো হয়েছিল। কিন্তু তারপরও এমন বিজ্ঞাপন ছাপার তথ্য দিয়ে আদালতে অভিযোগ জানায় আইএমএ।