There is an away match against Kerala Blasters on Wednesday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার অনুশীলন সেরেই কোচি রওনা দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টসরা। বুধবার রয়েছে কেরল ব্লাস্টার্সের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। আপাতত লীগ টেবিলের শীর্ষে থাকলেও একটা ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই মুম্বই , ওড়িশাকে সুবিধা করে দেওয়া। দুই দলই পয়েন্ট নষ্ট করায় বাগানের কাছে টেবিল টপারের দরজা খুলে গেছিল। ডার্বিতে লালহলুদকে হারিয়ে শীর্ষস্থান পাকা করেছে বাগান। এবার অ্যাওয়ে ম্যাচেও বাগান কোচ হাবাসের টার্গেট তাই পুরো তিন পয়েন্ট। গত বছর আইএসএল জিতলেও শিল্ড জেতা হয়নি। এবার শিল্ড জয়ের কাছাকাছি চলে এসেছেন পেত্রাতস, কামিন্সরা। আর মাত্র ৫টা ম্যাচ। অঙ্ক কষে ম্যাচ বের করে নিলে পারলেই বহুকাঙ্খিত ট্রফি আসবে।
মঙ্গলের অনুশীলনে তাই রিকভারি সেশনেই বাড়তি জোর দিতে চলেছেন বাগানের স্প্যানিশ কোচ। কোচিতে গিয়ে অনুশীলনের কোনো সুযোগ নেই। তাই ফুটবলারদের মঙ্গলবার ভিডিও ক্লাসেই ভুল ভ্রান্তি ও প্রতিপক্ষের ত্রুটি গুলো দেখিয়ে দেবেন কোচ। ডার্বিতে দ্বিতীয়ার্ধে কেন দল দাড়িয়ে গেছিল, তাও দেখেছেন কোচ। যাতে আর এই ভুল না হয়, সেদিকের নজর দিতে চলেছেন হাবাস।