Australian cricketer David Warner has been ruled out of the T20 series against New Zealand
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডেভিড ওয়ার্নার। তারকা অজি ব্যাটার আগেই জানিয়েছিলেন, আগামী টি20 বিশ্বকাপই তার শেষ। তার পরেই ক্রিকেট থেকে পাকাপাকি ভাবে অবসর নেবেন তিনি। তবে তার আগেই ওয়ার্নারের চোটে চিন্তায় অজিরা। পাশাপাশি ওয়ার্নারকে নিয়ে চিন্তায় রয়েছে তার আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসও। মাসেল পেনের কারণে তিনি ছিটকে গেছেন বলে জানা যাচ্ছে। ফলে আইপিএলে তার খেলা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ওয়ার্নারের বয়স টাও বাড়ছে। রিফ্লেক্স থেকে চোট লাগলে তা সারতে সময় লাগে। আর দিল্লি ক্যাপিটালশ দলের এক অধিনায়ক সবে চোট সারিয়ে ফিরছেন। আইপিএলে রিশভ পান্থ কতটা পারফরম্যান্স করতে পারবেন তার নিশ্চয়তা নেই। তাই দলের সব চেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটের, ওপেনার এবং নেতা ওয়ার্নারকে দ্রুত ফিট দেখতে চাইতে দিল্লি শিবির। এদিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বিশ্বকাপের আগে ওয়ার্নারের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না।