Election meeting of Abhishek. Basirhat Town High School was closed for him. The exam date has also been changed.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী সভা। তার জন্য বুধবার বন্ধ করা হলো বসিরহাট টাউন হাই স্কুল। এমনকি বদলানো হলো একাদশ শ্রেণির পরীক্ষার দিনও।স্কুলের কাছেই মাঠ। সেই মাঠেই সভা সাংসদ অভিষেক ব্যানার্জির। তার জন্য তৈরি হয় নতুন হেলিপ্যাড। খেলাধুলা বন্ধ করে কেন হেলিপ্যাড, প্রশ্ন এখানেই। কারণ, মাত্র তিন কিলোমিটার দূরে হেলিপ্যাড রয়েছে। নেমেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী।
অন্যদিকে স্কুলকে চিঠি দিয়ে, স্কুলে পুলিশ থাকার জন্য ১৯ ও ২০ মার্চ ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন বসিরহাটে থানার আইসি। সিপিআই-এম উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হচ্ছে। তিনি বলেন, একদিকে সকলের সমান সুযোগ বলা হচ্ছে, অন্যদিকে সরকারি দলের জন্য পুলিশ আলাদা ব্যবস্থা করবে কেন?
স্কুলের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে , তাতে বলা হয়েছে যে, ২০ মার্চ স্কুল বন্ধ থাকবে। এর সাথে ওইদিন একাদশ শ্রেণির যে প্র্যাক্টিকাল পরীক্ষার হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়ে হবে ২৩ মার্চ।