BJP’s pending motion rejected, Shuvendu’s walk out in the assembly
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বৃহস্পতিবারের পর ফের শুক্রবারেও উত্তাল রইলো রাজ্য বিধানসভা। এদিন চা শ্রমিকদের জমিরপাট্টা নয় জমির মালিকানা দিতে হবে এই ইস্যুতে ওয়ার্ক আউট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উত্তর বঙ্গের চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা নয়, দিতে হবে জমির অধিকার অর্থাৎ জমির মালিকানা দিতে হবে। এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যের বিরোধী দল বিজেপি। বিধানসভার বিজেপির বিধায়ক মনোজ ওরাওকে প্রস্তাব পাঠ করতে দেওয়া হলেও এ নিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তাতেই শুরু হয় হট্টগোল। বিধানসভার ভিতরই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া শিবিরের বিধায়করা। এর পরই ওয়াক আউট করেন তাঁরা। মনোজ ওরাও জানিয়ে দেন, চা শ্রমিকদের অধিকার পূরণে সঠিক ভূমিকা গ্রহণ করছে না প্রশাসন। তাই আগামী দিনেও তাঁরা দাবি তুলবেন। শুভেন্দু অধিকারীর গলাতেও একই সুর। তিনি বলেন, বাজেটে চা শ্রমিকদের জন্য যে ঘোষণা করা হয়েছে, তাতে তাঁরা উপকৃত হবেন না।