July 27, 2024 11:03 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 11:03 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Asian Football Cup: বৃহস্পতিবার এশিয়ান কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Asian#Cup#thursday#important#match#

The Indian football team is taking the field in the second match of the AFC Asian Cup on Thursday. Team India is entering the field with the aim of points against Uzbekistan.

বিদেশ

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। উজবেকিস্তানের বিপক্ষে যেন তেন প্রকারেণ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামছে টিম ইন্ডিয়া। অজিদের মতো অতটাও কঠিন প্রতিপক্ষ নয় উজবেকিস্তান। অন্তত ফিফা র‍্যাঙ্কিং সেই কথাই বলছে। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে পজিটিভ দিকগুলো নিয়ে এই ম্যাচে মাঠে নামেন সন্দেশ ঝিংগান, ছাংতেরা। মাঝমাঠে এই ম্যাচে লোক বাড়াতে পারেন স্টিম্যাচ। সেক্ষেত্রে আক্রমনে সুনীল ছেত্রীও একটু ভরসা পাবেন। একদম সাপোর্ট না পেলে 38 বছর বয়সি সুনীল ছেত্রীর পক্ষে শক্তিমানের মুকেশ খান্না হয়ে ওঠা অসমভব। তাই ভারতকে এএফসি এশিয়ান কাপের নকআউটে স্বপ্নপুরণ করতে গেলে আক্রমনে লোক বাড়াতেই হবে স্টিম্যাচকে। যদিও এই ম্যাচে এক পয়েন্ট এলেও অঙ্কের নিরিখে লাভবান হবে ভারত। কারণ গত ম্যাচে উজবেকিস্তানের পয়েন্ট নষ্ট করা সিরিয়ার বিপক্ষে। প্রেসিং ফুটবল হয়ত উজবেকিস্তানের বিপক্ষে সমভব নয়। কিন্তু মাঝমাঠে লোক বাড়িয়ে আক্রমনের সময় দুই সাইড ব্যাককে ওভারল্যাপ করিয়ে উইং দিয়ে আক্রমন করাতে চান স্টিম্যাচ। সেক্ষেত্রে ব্লকার এবং সেন্ট্রাল মিডফিল্ডারের দায়িত্ব থাকবে সেন্টার লাইনে কাছে থাকা। যাতে কাউন্টার অ্যাটাক আটকে দেওয়া যায়। এশিয়ান কাপে ভারতের পারফরমেন্স দীর্ঘ ৫০ বছরে খুব একটা ভালো নয়। স্টিম্যাচের কাছে তাই কঠিন পরীক্ষা, অন্তত গ্রুপ লেগের গন্ডি টপকানো। প্রতিপক্ষ দলকে বাড়তি সমীহ করলে কাজটা বরং কঠিন হয়ে যাবে। তাই রাহুল কেপি বলছেন নিজেদের যোগ্যতার ওপর ভরসা রেখেই তারা মাঠে নামবেন এবং চেষ্টা করবেন পয়েন্ট পেতে।ইগর সার্গিয়েভ এবং মাশারিপিয়ভ, এই দুই স্ট্রাইকার অত্যন্ত সুযোগ সন্ধানি। স্রেফ এরিয়াল বল নয়, মাঝমাঠ থেকেও বল সাপ্লাই আসে উজবেকিস্তানের। তাই ব্লকার কাম সুইপার দীপক টাংরির ওপর দায়িত্ব থাকবে সেসব ক্লিয়ার করার। এখন দেখার কঠিন ম্যাচ থেকেও স্টিম্যাচের মগজাস্ত্র এবং সন্দেশদের লড়াইয়ে ভর দিয়ে পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা ব্লু টাইগার্সরা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top