Ashwin’s example in the third Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টে ৫০০র ক্লাবে ঢুকে পড়লেন স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। শেষ দুই টেস্ট সুযোগ ছিল এই বিরল নজির গড়ার। তখন অবশ্য সেই নজির গড়া হয়নি তার। তবে শুক্রবার ব্যাট হাতে মোটের ওপর ভালো পারফরম্যান্সের পর, বল হাতেও বহুকাঙ্খিত উইকেটটি তুলে নেন এই বর্ষীয়ান স্পিনার।অনীল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের নজির গড়লেন রবিচন্দ্রন আশ্বিন। শুক্রবার রাজকোটে ইংল্যান্ডের বিরদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নেমে ইংল্যান্ড শিবিরের জ্যাক ক্রলিকে আউট করেই ৫০০ উইকেট এসে যায় তাঁর ঝুলিতে। এ দিন ৪৪৫ রানে শেষে হয় ভারতের প্রথম ইনিংস। অশ্বিন তাঁর ৯৮তম টেস্টে এই কৃতিত্বঅর্জন করেন। ভারতীয় দলের হিসেবে দ্বিতীয় বোলার হলেও বিশ্বক্রিকেটে নবম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। শুধুমাত্র দেশের মাটিতেই খেলেছেন ৫৪ টি টেস্ট। যেখানে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪৭টি উইকেট।