Asansol in the headlines again before the Lok Sabha polls.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অশান্তি অব্যাহত আসানসোলে। লোকসভা ভোটের আগে ফের শিরোনামে আসানসোল। এই কেন্দ্র থেকে শেষ কয়েক বছরে খুব ভালো পারফরম্যান্স ছিল বিজেপির। ২ বার এই আসন থেকে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। তবে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সেই কেন্দ্রে জিতেছে তৃণমূল। সেখানে তৃণমূলের জয় প্রার্থী এবারও লড়ছেন, তিনি শত্রুঘ্ন সিংহ। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির হাই প্রোফাইল প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। যিনি নিজের সংসদ ছিলেন, তবে এবার নিজের পুরোনো আসনে না দাঁড়িয়ে আসানসোলে দাঁড়িয়েছেন তিনি। এরই মধ্যে বারাবানি ও আসানসোলের বিজেপি কর্মীদের মধ্যে মারামারি লেগে গেল। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির কঠিন, তারা তৃণমূলের যাতে আক্রান্ত হলেও দল তাদের পাশে থাকছে না। এই নিয়ে প্রার্থী সামনে হাতাহাতি হয় বলে অভিযোগ। শেষ মেষ প্রার্থী নিজেই দুই গোষ্ঠীর বচসা থামান। উল্লেখ্য এখানকার জনপ্রিয় বিধায়ক অগ্নিমিত্রা পালকে মেদিনীপুর থেকে টিকিট দিয়েছে বিজেপি, অন্যদিকে জিতেন্দ্র তিয়ারিকে টিকিট দেওয়া হয়নি।