Surendra Singh Aluwalia will contest from Asansol Lok Sabha seat for BJP.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রথমবার দার্জিলিঙ আসন থেকে লড়ে ২০১৪ সালে জয়ী হয়েছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়েন তিনি। জয়ীও হন। এবার বিজেপির পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছিল, তাতে তাঁর নাম ছিল না। আসানসোল প্রার্থী হিসেবে নাম ছিল পবন সিং এর। নাম ঘোষনার পর দিনই তিনি জানিয়ে দেন যে তিনি প্রার্থী হবেন না। তারপর শুরু হয় জল্পনা।
আসানসোল কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী হয়েছেন জামুরিয়ার প্রাক্তন বিধায়ক, রাজ্যের মহিলা আন্দোলনের নেত্রী জাহানারা খানকে। প্রচারে বেরিয়ে ভালো সাড়াও পাচ্ছেন সিপিআই(এম) প্রার্থী। তৃণমূলের প্রার্থী আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা।