Kejriwal claims, if PM Modi comes back to power after winning this election, WB CM Mamata Banerjee will also be sent to jail.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন৷ চব্বিশ ঘণ্টার মধ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদামি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর দাবি, এবারের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন৷ শুধু মমতা একা নন, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, তেজস্বী যাদব সহ বিরোধী নেতাদেরও একই অবস্থা হবে বলে দাবি করেছন কেজরীওয়াল৷
এমন কি, বিজেপি ভোটে জিতলে আগামী ছ মাসের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন কেজরিওয়াল৷ তবে জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল এ দিন আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, রাজস্থান, উত্তর প্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গের মতো সব রাজ্যেই বিজেপির আসন কমবে৷ বিজেপি ২২০ থেকে ২৩০টির বেশি আসন পাবে না বলেও দাবি করেছেন কেজরিওয়াল৷