Delhi Chief Minister has been granted interim bail till June 1
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় জামিন পেলেন তিনি। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে এই সময়সীমা পেরনোর পরেই তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।
গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রীম কোর্টে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আইনজীবীদের দাবি ছিল, নির্বাচনী প্রচার থেকে কেজরিওয়ালকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে। সেই সওয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায়, “নির্বাচন চলছে বলেই কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে।”
শুক্রবার অবশেষে জামিন পেয়েছেন আপ সুপ্রিমো। যদিও কেজরির আইনজীবী দাবি ছিল, নির্বাচনের ফলপ্রকাশের দিন পর্যন্ত জামিন দেওয়া হোক দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু ২ জুন কেজরিকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।