Kejriwal gave the responsibility of seeing his father, mother to the people of the state
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জামিনের মেয়াদ শেষ, ফের তিহার জেলে ফিরতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগেই জানিয়েছিলেন, তিনি জেলের ভিতরে থেকেই মুখ্যমন্ত্রীর কাজ সামলাবেন। জেল থেকে বেরোনোর পর একে একে স্বাতী মালিওয়ালের কথা অভিযোগের ভিত্তিতে নাজেহাল হয়ে গেছিলেন আপ সুপ্রিমো। স্বাতী দাবি করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাঁকে নিগ্রহ করেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বিভব কুমার, যদিও এখনও বিষয়টি তদন্ত সাপেক্ষ। যদিও বিভবকে আগেই গ্রেফতার করা হয়, আপের রাজ্যসভার সাংসদের অভিযোগের প্রেক্ষিতে। এরই মধ্যে জানা যায়, দিল্লি পুলিশ কেজরিওয়ালের বয়স্ক মা, বাবাকেও এই বিষয় জিজ্ঞাসাবাদ করতে চলেছে। তিনি জেলের বাইরে থাকলে অবশ্য বাবা, মার এমন পরিস্থিতিতে তাঁদের পাশে থাকতে পারতেন, কিন্তু সেটা হচ্ছে না জামিনের মেয়াদ না বাড়ায়। তাই কেজরিওয়াল তাঁর কর্মী সমর্থকদের বলে গেলেন, যেন সকলের তাঁর বাবা মায়ের খেয়াল রাখেন।