Kejriwal has fallen ill in jail, AAP claims, he has lost four and a half kg
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১৪ দিনের জেল হেফাজত হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এই মুহূর্তে তাঁকে থাকতে হচ্ছে তিহাড় জেলে। তবে জানা যাচ্ছে, ভালো নেই আপ সুপ্রিমো। ২১ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ইডি। এই কদিনেই সাড়ে চার কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি আম আদমি পার্টির সূত্রের। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, ভালোই আছেন কেজরিওয়াল। জেলের চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাননি।
আপের সূত্রের দাবি, শুধু ওজন নয়, রক্তে শর্করার মাত্রা ওঠাপড়া করছে। আর তার পর থেকে নিয়মিত তাঁর সুগারের মাত্রার পরিমাপ করা হচ্ছে।বাড়ির থেকে পাঠানো খাবারই খাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিহাড়ের ২ নম্বর সেলে রাখা হয়েছে তাঁকে। সেখানে সিসিটিভি লাগানো রয়েছে। ২৪ ঘন্টা শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। একদম কাছেই রয়েছে এক কুইক রেসপন্স টিম। যাতে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করা যায়।
উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার পর্যন্ত ইডি হেফাজতেই ছিলেন তিনি। সোমবার বিকেলে জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে।