Supreme Court dismissed Kejriwal’s plea for speedy hearing.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আদালতে স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেলো কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার শুনানি এখনই হবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ এপ্রিল মামলার আবেদন করার জন্য। সেই ক্ষেত্রে আগামী ২৯ এপ্রিল মামলার শুনানির হওয়ার সম্ভাবনা।
গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। আজ তার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট। ২৩ এপ্রিল পর্যন্ত জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।