Trinamool Congress representatives sat on dharna outside the Election Commission office in Delhi on Monday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলে আসছে বিজেপি বিরোধী দলগুলি। বারবার কেন বিজেপি বিরোধী দলগুলোর নেতাই গ্রেপ্তার হচ্ছেন, এই প্রশ্ন তুলেছেন অনেকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীশ শিসোদিয়া, কিম্বা পশ্চিমবঙ্গের পার্থ চট্টোপাধ্যায়। বারবারই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের কথা শোনা গেছে বিরোধী দলের গলায়। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা ধর্নায় বসে। তাদের দাবি ছিল বিভিন্ন এজেন্সিকে বিজেপি ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল দাবি জানায় , যাতে কেন্দ্রীয় সরকারের অধীন থেকে সিবিআই,ইডি, এনআইএর মত এজেন্সি গুলোকে সরিয়ে দেওয়া হয়। যাতে কোনভাবে বিজেপি তাদের নিয়ন্ত্রণ করতে না পারে। এই মর্মেই ধর্নায় বসেন তারা। এর পরই দিল্লী পুলিশ তাদেরকে সরে যেতে বললে তারা জানান ২৪ ঘন্টা ধরে বসবেন তারা। একটু পড়ই সেই প্রতিনিধি দলকে জোর করে ধর্না স্থল থেকে সরিয়া দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সাগরিকা ঘোষ, দোলা সেন, ডেরেক ও ব্রাউন সহ তৃণমূলের দশজন। ছিলেন বিধায়ক বিবেক গুপ্ত, ছাত্র নেতা সুদীপ রাহা। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে বিরোধী দল গুলোকে টার্গেট করা হচ্ছে, এই দাবি তোলেন তৃণমূলের প্রতিনিধিরা।