December 4, 2024 3:40 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 4, 2024 3:40 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Arrested : শ্বশুরবাড়ির নগদ-গয়না হাতিয়ে জেলে জামাই ও তার শাগরেদ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#hastings# #police# #arrested# #son-in-law#

Son-in-law and his apprentice jailed for stealing cash-jewelry from in-laws

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শ্বশুরবাড়ির টাকা-গয়না নিয়ে চম্পট দেয় বাড়ির জামাই ও তার শাগরেদ। জামাই ও তার শাগরেদ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। হেস্টিংস থানা এলাকার ঘটনা।  পুলিশ জানিয়েছে,  ধৃতদের নাম রাঘব সরাফ এবং শামিম আখতার। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী। পুলিশ মারফত যেটা জানা যাচ্ছে,  হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিনীতা কেশরী নামে এক মহিলা। লিখিত অভিযোগে তিনি জানান, শুক্রবার এবং শনিবার বিকেলের দিকে তিনি বাড়ির বাইরে ছিলেন। বাড়ি ফিরে দেখেন, তাঁর ঘরের আলমারি থেকে উধাও হয়েছে প্রায় দু কোটি টাকার গয়না এবং নগদ চার লক্ষের উপরে টাকা।

ঘটনার তদন্তে নেমে হেস্টিংস থানার পুলিশ প্রাথমিক ভাবে বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ক্যামেরায় দেখা যায় পরিচিত ছাড়া কাউকেই বাড়ি থেকে বেরোতে অথবা ঢুকতে দেখা যায়নি। সেখানেই সন্দেহ হয় পুলিশের।  সিসি ক্যামেরার ফুটেজে দেখা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই  জিজ্ঞাসাবাদের তালিকায় ছিলেন বাড়ির জামাইও। তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। সেখানেই সন্দেহ আরও গাঢ় হয় তদন্তকারীদের। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করতেই সামনে আসে সত্য ঘটনা। তদন্তে জানা গিয়েছে, ফেব্রুয়ারির ২ ও ৩ তারিখ  বিকেলে শ্বশুরবাড়িতে কেউ থাকবে না যেমন জানতেন তেমনি বাড়ির গোপন জিনিস কোথায় থাকে, সেটাও তার জানা ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top